করোনাবিশ্বজুড়ে

করোনা ভাইরাসের টিকা নিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং এডিনবার্কের ডিউক প্রিন্স ফিলিপ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। শনিবার স্কাই নিউজ এ খবর প্রকাশ করেছে।

ব্রিটিশ রাজ পরিবারের সূত্রের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, শনিবার উইন্ডসর প্রাসাদে রাজ পরিবারের একজন চিকিৎসকের কাছে রানী এবং তার স্বামীকে করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানী এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইল্ডসর প্রসাদেই অবস্থান করছেন। মহামারি করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরইমধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।

এদিকে যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close