প্রধান শিরোনামবিশ্বজুড়ে

করোনা ভাইরাসের উৎস জানতে চীনে পৌঁছল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের উৎস সম্পর্কে জানতে এক তদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞদের একটি দল পৌঁছেছে চীনে। শুক্রবার ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারেট হ্যারিস এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ডব্লিউএইচও’র প্রাণিস্বাস্থ্য এবং সংক্রামক রোগ বিষয়ক দুই বিশেষজ্ঞ চীনের বিজ্ঞানীদের সঙ্গে তদন্তের পরিধি এবং কর্মপরিকল্পনা নির্ধারণ নিয়ে কাজ করবেন।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়।

বিজ্ঞানীদের ধারণা, উহান শহরের একটি বাজার থেকে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। আর প্রাথমিকভাবে বাদুড় থেকে করোনা ছড়ানোর দাবিও রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, চীনের উহানের একটি গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে গেছে। এজন্য চীনকে দায়ী করেছে দেশটি। তবে সেই বিষয়টি ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়েছে চীন ও উহান গবেষণাগার কর্তৃপক্ষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিক বলেছেন, জেনেভাভিত্তিক বিশেষজ্ঞ এবং প্রাণীবিদ সেই দলে রয়েছেন। আজ শনিবার থেকেই তারা তদন্ত কাজ শুরু করবেন। সূত্রঃ ভয়েস অব অ্যামেরিকা

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close