প্রধান শিরোনামবিশ্বজুড়ে

করোনা বিস্তারের লাগাম এখনো টেনে ধরা সম্ভবঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহামারি করোনার সংক্রমণ বর্তমানে আশঙ্কাজনক হারে ছড়ালেও এর বিস্তারের লাগাম এখনো টেনে ধরা সম্ভব। এ জন্য সব দেশের সরকারকে আরো আগ্রাসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনাভাইরাসের বিস্তার ফের বাড়তে শুরু করায় নতুন করে লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞা করছে অনেক দেশ।

এই পরিস্থিতিতে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এবং ভারতের বৃহৎ বস্তি ধারাবির কথা বিশেষভাবে উল্লেখ করে আগ্রাসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। ভাইরাসটির বিস্তারের লাগাম টেনে ধরা এখনো সম্ভব বলে দাবি করেছেন তিনি।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এমন পদক্ষেপ নিলে এখনো সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। যুক্তরাষ্ট্রেও সংক্রমণ বাড়ছে। বিগত কয়েক দিনে সংক্রমণের রেকর্ড হয়েছে। বিশেষ করে বিগত ছয় সপ্তাহের ব্যবধানে মহামারি এই ভাইরাসটির সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close