করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
করোনা : বাংলাদেশকে ১ কোটি ১৪ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশকে এক কোটি ১৪ লাখ ডলার দিবে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দুতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে দেশটির রাষ্ট্রদূত আর্থার মিলার জানিয়েছেন, আমেরিকান রেসকিউ প্ল্যানের মাধ্যমে চলা সহায়তার অংশ হিসেবে এই অনুদান বাংলাদেশকে দেয়া হচ্ছে।
করোনার চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সরবরাহ ও সচেতনতা বাড়াতে প্রচারাভিযানে ব্যবহৃত হবে এই আর্থিক অনুদান। এছাড়া সংক্রমণ কমাতে করোনা প্রতিরোধ কার্যক্রম জোরদারেও ভূমিকা রাখবে এই অর্থ।
এ পর্যন্ত করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আর্থিক অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। গত পাঁচ দশক ধরে বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র।
/আর এইচ এস