বিনোদন

করোনা নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘কোভিড নাইন্টিন ইন বাংলাদেশ’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বর্তমান বিশ্বের বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। অদৃশ্য এই ভাইরাসের কাছে অসহায় পুরো পৃথিবী। আর এই ইস্যুকে এবার সেলুলয়েডে বন্দি করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম ‘কোভিড নাইন্টিন ইন বাংলাদেশ’। এরই মধ্যে শুরু হয়ে গেছে সিনেমাটির দৃশ্যধারণ।

পরিচালক তার প্রথম ছবি ‘নাচোলের রাণী’-তে তুলে ধরেন কৃষক সাঁওতাল বিদ্রোহের গল্প। এরপর গঙ্গাযাত্রায় বলেন, পতিতাদের অধিকার বঞ্চিত হওয়ার কথা। তৃতীয় ছবি ‘অন্তর্ধান’-এ তুলে ধরেন ফারাক্কার বাধে অসম পানি বন্টন আর রোহিঙ্গা সংকট নিয়ে তার চতুর্থ ছবি আছে মুক্তির অপেক্ষা।

এবার তার সিনেমার বিষয়বস্তু করোনাভাইরাস। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই সিনেমাটি মুক্তি দিতে চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close