দেশজুড়ে

করোনা: টাঙ্গাইলে ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় সাময়িক স্থগিত করা হয়েছে ।

জনসমাগম ঠেকাতে শুক্রবার জুমার নামাজ সাময়িকভাবে স্থগিতের বিষয়ে বৃহস্পতিবার(১৯ মার্চ) বিকালে অনানুষ্ঠানিক ঘোষণা দেন মসজিদ কর্তৃপক্ষ। একই সঙ্গে বিষয়টি এলাকাবাসী, পুলিশ ও উপজেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে বলে জানান তারা।

তারা জানায়, মসজিদটির নান্দনিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করেন শত শত দেশ-বিদেশি দর্শনার্থী ও মুসুল্লি । শুক্রবারের জুমার নামাজ আদায়ে ভিড় বাড়ে কয়েকগুণ । করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার জুমার নামাজ সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয় ।

২০১৩ সালে ১২ বিঘা জমির ওপর ২০১ গম্বুজ মসজিদটি নির্মিত হয়। দৃষ্টিননন্দন এ মসজিদটিতে একসঙ্গে ১৫ হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারেন ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close