দেশজুড়েপ্রধান শিরোনাম

করোনা ঝুঁকি নিয়ে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদের ছুটি শেষে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে মাদারিপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীর চাপে যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। করোনার ঝুঁকি নিয়েই গাদাগাদি করে নদী পার হচ্ছেন যাত্রীরা।

এদিকে, সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটেও দেখা গেছে ভিড়। গণপরিবহণ বন্ধ থাকায় দ্বিগুণ ভাড়ায় ছোট যানবাহনে ফিরছে মানুষ। ভোলার ইলিশা ফেরিঘাটেও রয়েছে রাজধানীমুখী মানুষের ভিড়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটির সঙ্গে সাধারণ ছুটি শেষ হওয়ার ঘোষণায় আজ থেকে যাত্রীর চাপ আরো বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close