দেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য
করোনা আক্রান্ত ৩ জনের একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে একজন ছুটি পেয়ে অর্থাৎ সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
/আরএম