বিনোদন

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি সানাই

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সানাইয়ের শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করানো হয়।  শুক্রবার বেলা সোয়া ১২ টায় সানাইয়ের বড় ভাবি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সানাই করোনা টেস্ট করালে সেখানে রিপোর্ট পজেটিভ আসে। এরপরে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু আজ সকালে সানাইয়ের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করলে তাকে আইসিইউতি নেয়া হয়।

এর আগে গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি নিউজেই জানিয়েছেন সানাই।

তিনি বলেন, দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার ফলাফল এসেছে আমি কোভিড-১৯ পজিটিভ। আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি।

সানাই মাহবুব র‌্যাম্প মডেল দিয়ে তার শোবিজ অঙ্গনে যাত্রা শুরু। এরপর ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুবের ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। কাজ করেছেন মিউজিক ভিডিও, টেলিফিল্ম ও ওয়েব সিরিজে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close