জীবন-যাপন
করোনা আক্রান্ত স্ত্রীর সঙ্গে জোর করে স্বামীও আইসোলেশেনে
ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাসে সংক্রমিত এক নারীকে জয়পুরহাটের গোপীনাথপুর উপজেলার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। জয়পুরহাটের আক্কেলপুরে ঘটে যাওয়া এ ঘটনায় তার স্বামীও এখন জোর করে আইসোলেশন ইউনিটে স্ত্রীর পাশে থাকছেন।
বৃহস্পতিবার (৭ মে) তথ্যটি নিশ্চিত করে গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির প্রাতিষ্ঠানিক আইসোলেশন ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক শাহিন রেজা গণমাধ্যমকে বলেন, গতকাল বুধবার করোনায় আক্রান্ত ওই নারীকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তখন তার স্বামী জানান, তারা একই সঙ্গে আইসোলেশনে থাকতে চান। পরে উপায় না পেয়ে স্বামীকেও সেখানে রাখা হয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন সেলিম মিঞা বলেন, ওই নারীকে আইসোলেশন ইউনিটে আনা হলে তার স্বামীও সেখানে ঢুকে পড়েন। তাকে বের করে আনার ব্যবস্থা করা হচ্ছে।
জানা গেছে, ওই আইসোলেশন ইউনিটে আরো একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সেখানে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় তলায় ভর্তি থাকা এক তরুণীর সঙ্গে তৃতীয় তলায় থাকা এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।
দুটি ঘটনা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন চিকিৎসক শাহিন রেজা।