দেশজুড়েস্বাস্থ্য

করোনা আক্রান্ত পুলিশের চিকিৎসায় হবে ইমপালস হাসপাতালে

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বেসরকারি ইমপালস হাসপাতাল বরাদ্ধ করেছে সরকার।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আড়াই মাসের জন্য ৪৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ভাড়া নেয়া হয়েছে। এখানেই করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হবে। এ লক্ষ্যে ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। শীঘ্রই ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা প্রদান করা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক সুচিকিৎসার জন্য আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বহুমাত্রিক পদক্ষেপ হাতে নিয়েছেন এবং ইউনিট প্রধানদের সময়ে সময়ে নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছেন।

পুলিশের আইজিপি এমন উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Related Articles

Leave a Reply

Close
Close