দেশজুড়ে
করোনায় ৩০ জনের মৃত্যুর বিষয়ে যা জানানো হয়েছে
ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায়করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮শ ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৮২৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।
শুক্রবার (০৫ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
নতুন করে মারা যাওয়া ২৩ জন পুরুষ ও ৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৬ জন, ৭১-৮০ বছরের মধ্যে ২ জন ও ৮১-৯০ বছরের মধ্যে ১ জন।
এলাকা বিশ্লেষণে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন ও রংপুর বিভাগে ১ জন। এরমধ্যে হাসপাতালে মারা যান ১৭ জন এবং ১৩ জন বাড়িতে মারা যান।