করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

করোনায় সারা দেশে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

ঢাকা অর্থনীতি ডেস্ক: সারা দেশে গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৩৯৯ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৭৩৩টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫ হাজার ৭১৭ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে দাঁড়ালো।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৫৪ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৬.৯০ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯৮২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৩.৫৪ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১.৭৩ শতাংশ।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close