করোনাদেশজুড়ে

করোনায় ভিড় কমাতে বাগেরহাট কারাগারের ১৯ বন্দির মুক্তি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাগেরহাট জেলা কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সাজাপ্রাপ্ত ১৯ জন কয়েদিকে মুক্তি দিচ্ছে সরকার। শুক্রবার বিকেলে ১৯ জনের মধ্যে পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এর আগে প্রথম ধাপে একজনকে মুক্তি দেয়া হয়। আইনী প্রক্রিয়া শেষে বাকি ১৩ জনকে আগামি দুয়েকদিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।

বাগেরহাট জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা চারশ। ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি এই কারাগারে রয়েছেন। বর্তমানে ৭২৪ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৩৭ জন নারী।

বাগেরহাট জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কারাগারের ভিড় কমাতে লঘুদণ্ডে দণ্ডিত (৬ মাস থেকে এক বছরের সাজা হওয়া) কয়েদিদের তালিকা চায় কারা মহাপরিদর্শক। আমরা এপ্রিলের প্রথম সপ্তায় ৪৮ জন সাজাপ্রাপ্ত বন্দি কয়েদির তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠাই। এরমধ্যে সরকার দ্বিতীয় ধাপে ১৯ জন বন্দিকে মুক্তি দিতে অনুমোদন দিয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী পাঁচজনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকিদের কিছু আইনী জটিলতা রয়েছে তা শেষ করেই দুয়েকদিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Půst 2021: Zdravé recepty pro postní jídla Nejlahodnější domácí sušenky: recepty na jemné a křehké lahůdky
Close
Close