প্রধান শিরোনামরাজস্বশিল্প-বানিজ্য

রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি ডলার পরিস্থিতি। কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার রিজার্ভ উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। রিজার্ভ কমে আবারও ২০ বিলিয়নের বা দুই হাজার কোটি ডলারের নিচে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে রিজার্ভ কমার তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এক হাজার ৯৯৩ কোটি ডলারে নেমেছে। একই দিন মোট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৫২২ কোটি ডলার।

এর আগে গত ১৫ জানুয়ারি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল দুই হাজার ১৩ কোটি ডলার। ওই দিন মোট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৫১৮ কোটি ডলার।

সে হিসাবে গত ছয় দিনে বিপিএম-৬ মান অনুযায়ী রিজার্ভ কমেছে ২০ কোটি ডলার। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা প্রকাশ করা হয় না। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ এখন ১৫ বিলিয়ন ডলারের ওপরে। ২০২৪ সালের ডিসেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের শর্ত শিথিল করে আইএমএফ।

২০২৬ সালের ডিসেম্বর শেষে ন্যূনতম নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল ১৯.৪৩ বিলিয়ন ডলার।

সূত্র: কালের কন্ঠ

Related Articles

Leave a Reply

Close
Close