করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম
করোনায় প্রাণ গেল ৯৪, কমেছে শনাক্ত
ঢাকা অর্থনীতি ডেস্ক: গেল ২৪ ঘন্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ১০৯ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৭৮৯টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৭২৪ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়।
দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে দাঁড়ালো।
আজ সোমবার (৩০ আগস্ট) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা কমে হয়েছে ১২ দশমিক ০৭ শতাংশ। দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন। একদিনে সুস্থ হয়েছে ৬ হাজার ১৮৬ জন। মোট সুস্থের সংখ্যা ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন। সুস্থতার হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ।
অন্যদিকে মৃত্যুহার ১ দশমিক ৭৪ শতাংশ। এদিকে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৭, সিলেটে ৭ জন। এছাড়া রাজশাহীতে ৬, খুলনায় ৫, ময়মনসিংহে ৪ এ রংপুর ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
/আর এইচ এস