দেশজুড়েপ্রধান শিরোনাম

করোনায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯, আক্রান্ত ৮০৩

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশে প্রাণঘাতি করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯ জনে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে করোনাভাইরাস নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। এ নিয়ে মোট ৪২ জন করোনা রোগী সুস্থ হয়ে ফিরলেন।

এছাড়া দেশে নতুন করে আরো ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।

এর আগে গতকাল রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর একদিনে ১৩৯ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল। গতকাল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৪।

বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে শনাক্ত রোগী। গেল ৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে শতাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর থেকে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ে মৃত্যুর সংখ্যা।

এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে সাড়ে ১৮ লাখেরও বেশি করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। মারা গেছেন ১ লাখ ১৪ হাজারের বেশি।

Related Articles

Leave a Reply

Close
Close