দেশজুড়ে

করোনায় জাবি ছাত্রের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী মারুফ হোসেন মিনা মৃত্যুবরণ করেছেন। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

গতকাল শনিবার (২৩ জানুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মকসোদপুরে।

মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুল করিম।

পরিবার ও বন্ধুরা জানান, বিসিএস পরীক্ষা সংক্রান্ত কাজে তিনি ঢাকায় এসেছিলেন। সর্দি জ্বর শুরু হলে ফার্মেসি থেকে সাধারণ এন্টিবায়োটিক কিনে খাওয়া শুরু করেন। অবস্থা খারাপ হলে প্রথমে সাভারের এনাম হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে মুগদা হাসপাতালে নেন স্বজনরা। গতকাল নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে এবং রাতেই মারা যান তিনি।

এদিক, মারুফ হোসেন মিনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাস জুড়ে। তার বন্ধুরা ক্যাম্পাস জীবনের নানা স্মৃতিময় দিনের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close