বিশ্বজুড়ে
করোনায় চাকরি হারিয়ে রাস্তার পাশে বসেই খাবার বিক্রি করছেন এই পাইলট
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মাথায় কালো টুপি। গায়ে সাদা পোশাক। দূর থেকে ব্যক্তিটিকে দেখলে স্পষ্টভাবেই বোঝা যাবে যে তিনি একজন পাইলট । তবে এখন আর তার হাতে নেই উড়োজাহাজের কন্ট্রোলার। চাকরি হারিয়ে রাস্তার পাশে বসেই বর্তমানে খাবার বিক্রি করছেন তিনি। মালয়েশিয়ার কুয়ালালামপুরের চাকরি হারানো এই পাইলটের নাম আজরিন মহম্মদ জাওয়ায়ি।
জানা গেছে, চাকরি যাওয়ার পর সংসার সামলাতে রাস্তার পাশে খাবারের দোকানই খুলে বসেছেন জাওয়ায়ি । দোকানটির নাম দেন ‘ কেপটেন কর্নার ’। প্রত্যেকদিন দোকানে রান্না করতে শুরু করেন পাইলটের পোশাক পরেই। নিজেই রান্না করেন নুডলস–সহ বিভিন্ন মালয়েশিয়ান ফুড।
এই প্রসঙ্গে আজরিন জানান, করোনা সংক্রমণের কারণে অনেক উড়োজাহাজ চালকেরই চাকরি চলে গেছে। তাদের মতো আমি একজন । এদিকে, চার সন্তান থাকায় সংসার খরচও ছিল বেশি। শেষপর্যন্ত নিরুপায় হয়ে রাস্তার পাশে দোকান খুলেছি।
ইতিমধ্যেই কুয়ালালামপুরে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।
/এন এইচ