করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য আরো ৪ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ

ঢাকা অর্থনীতি ডেস্কঃকরোনাভাইরাস মহামারির কারণে বিধিনিষেধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরো ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪শ’ ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়ে বলা হয়, গতকাল রোববার এ বরাদ্দ প্রদান করা হয়।

করোনাভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দিতে দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে ৮ হাজার ৬শ’ ৫০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

একই ধরণের সহায়তা দিতে সারা দেশের ১২ টি সিটি কর্পোরেশনের জন্য ৮শ’ ২৫ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বরাদ্দের শর্তানুযায়ী বরাদ্দ দেওয়া চাল এবং নগদ টাকা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনাভাইরাসের মহামারির পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকসহ কর্মহীন ও দুঃস্থ মানুষের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে।

উল্লেখ্য, একই কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় গত ৪ জুলাই সারাদেশে ১১ কোটি ৭০ লাখ টাকা এবং ২৩ হাজার ৬শ’ ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

বাসস/আরএম

Related Articles

Leave a Reply

Nejlepší tipy a triky pro domácnost, vaření a zahradničení na jednom místě! Naše stránka vám nabízí užitečné články a návody, které vám pomohou zlepšit váš každodenní život. Užijte si naše recepty na lahodná jídla a naučte se rady a triky pro úspěšné pěstování zeleniny ve vašem vlastním zahradě. Buďte inspirací pro své okolí s našimi užitečnými nápady a informacemi. Zlepšete svůj životní styl s naší pomocí! Jeho zdání klamu: tuto hádanku rozluští jen ti nejpozornější lidé Jak lidé s nadlidským zrakem zachrání psa v optickém klamu Jak připravit lahodné palačinky s Co se v parku děje špatně: Záhadné hádanky: najděte Hledání citronu: rychlá hádanka pro ostříží zrak Otestujte svou inteligenci: jen 1 Jen génius a jeho mimořádná Hádanka vývoje: Jak Mentální titán našel ponožku bez Optický klam: Geniální výzva: najděte chybu za 11 sekund!" Získejte skvělé tipy a triky pro zlepšení svého životního stylu na našem webu! Naše stránka nabízí skvělé recepty, užitečné rady a inspirativní články o zahradničení. Buďte inspirativní a žijte plným životem s našimi nápady a doporučeními. Sledujte nás a buďte neustále informováni o nejnovějších tématech, které vás zajímají!
Close
Close