ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ গোলাম মওলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আবদুর রহিম বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোলাম মওলা।’
জেলার ধুনট উপজেলার কৃষি কর্মকর্তা মসিদুল ইসলাম জানান, ‘বগুড়া অঞ্চলে কৃষিবিদদের সকল কর্মকাণ্ডে গোলাম মওলা ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক এবং সফল বৈজ্ঞানিক কর্মকর্তা। এ অঞ্চলে কৃষির উন্নয়নে তার অবিস্মরণীয় ভূমিকা ছিল।’
/এন এইচ