ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাবেক ব্রাজিলিয়ান সুপারস্টার ও ফিফা বর্ষসেরা রোনালদিনহো করোনা আক্রান্ত হয়েছেন।
ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদিনহো শনিবার বেলো হরিজন্তে শহরে যান এক অনুষ্ঠানে। সেখানেই কোভিড পরীক্ষা করান তিনি এবং পজেটিভ হন। ওই শহরেই আইসোলেশনে আছেন রোনালদিনহো।
রোববার ইনস্টাগ্রামে ভিডিওসহ করোনা পজেটিভ হওয়ার খবর দেন তিনি। ১৫ বছরের ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে ৯৭ ম্যাচ খেলেছেন ফিফা’র দু’বারের বর্ষসেরা ফুটবলার। গত মার্চ মাসে প্যারাগুয়েতে ভাই রবার্তোসহ ৩২ দিন জেলে গৃহবন্দি ছিলেন রোনালদিনহো।
/এন এইচ