বিনোদন
করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ একের পর এক করোনার থাবা বলিউডে। এবার কোভিড-১৯ পজিটিভ হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। খবরটি নিশ্চিত করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা পজিটিভ হওয়ার কথা জানান ক্যাটরিনা। অভিনেত্রী লেখেন, ‘আমি করোনা আক্রান্ত। আইসোলেশনে আছি। সব ধরণের নিয়ম মেনে চলছি। আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দয়া করে একবার করোনা পরীক্ষা করিয়ে নেবেন। সবার ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। তবে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিই সবেচেয়ে বেশি খারাপ। তিনদিন আগেই আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। এছাড়াও কোভিড-১৯ এর শিকার হয়েছেন কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দ, অক্ষয় কুমারের মতো তারকারা।
/এন এইচ