বিশ্বজুড়ে

করোনায় আক্রান্ত ইরানের ২৩ এমপি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে ইরানি। কয়েক দিনের ব্যবধানে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৬ জনে। এর মধ্যে ২৩ জন সংসদ সদস্য। ইরানে এ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন আরও ৭৭ জন।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আব্দুল রেজা মিসরি এক ঘোষণায় প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানের অন্তত ২৩ জন এমপি আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। করোনা সংক্রমণের আশঙ্কায় গত কয়েকদিন ধরে দেশটির পার্লামেন্টের অধিবেশন স্থগিত রয়েছে।

ডেপুটি স্পিকার আব্দুল রেজা মিসরি বলেছেন, নমুনা পরীক্ষায় ২৩ সংসদ সদস্যের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যেসব এমপি করোনায় আক্রান্ত হয়েছেন তারা মূলত নির্বাচনী এলাকায় জনগণের সংস্পর্শে যাওয়ায় সংক্রমিত হয়েছেন।

এদিকে দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে জানিয়েছেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৭৭ জন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close