বিশ্বজুড়ে

করোনায় আক্রান্ত ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাজ হারিরজীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি নিজেই আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

নিজের ধারণ করা একটি ভিডিওতে এ তথ্য জানান ইরাজ। ওই ভিডিওতে তিনি বলেন, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। গতকাল রাতে আমার জ্বর আসার পর প্রাথমিক পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর আমি নিজেকে আলাদা করে রেখেছি। কিছুক্ষণ আগে আমাকে জানানো হয়েছে চূড়ান্ত পরীক্ষায়ও আমার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে। এরপর থেকে আমি ওষুধ সেবন শুরু করেছি।ইরাজ বলেন, আমি আপনাদের উদ্দেশে বলতে চাই, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা এই ভাইরাসকে পরাজিত করব।

তবে ইরানের নাগরিকদের এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।ইরানে এখনও পর্যন্ত মোট ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে প্রাণ হারিয়েছেন ১৫ জন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close