বিশ্বজুড়ে

করোনার মধ্যেই রমজানে মসজিদ খুলে দিচ্ছে পাকিস্তান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাকিস্তানে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস এখনও নিয়ন্ত্রণে না এলেও এরইমধ্যে দেশটির সব মসজিদ প্রার্থনার জন্য উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পবিত্র রমজান মাস উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে দেশটির চিকিৎসকরাসহ অনেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

করোনাভাইরাসের কারণে গত এক মাস ধরে বন্ধ ছিল দেশটির সব মসজিদ। তবে রমজানের কথা মাথায় রেখে মসজিদ বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান সরকার। তবে ইসলাম ধর্মের উৎপত্তিস্থল সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রমজানেও মসজিদে তারাবির নামাজ বন্ধ রাখা হয়েছে।

পাকিস্তানের চিকিৎসকদের দাবি করছে, যদি রমজানে মসজিদ খোলা হয় তাহলে আগামী মাসে পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা বহুগুণে বেড়ে যাবে।

দেশটিতে এখন পর্যন্ত মোট ১১ হাজার ১৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ২৩৭ জন। সূত্রঃ গাল্ফ নিউজ

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close