করোনাবিশ্বজুড়ে

করোনার ভয়াবহতার মধ্যেই ভারতে খুলছে মদের দোকান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের বিস্তার রোধে জারি লকডাউনের কারণে একমাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে ভারতের অনেক রাজ্যে মদের দোকান পুনরায় চালুর ঘোষণা দেয়া হয়েছে। এসব রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে এই নির্দেশ কার্যকর হবে।

করোনার বিস্তার রোধে ভারতে তৃতীয় দফায় লকডাউন চলছে। লকডাউনের শুরু থেকে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির কেন্দ্রীয় সরকার। কিন্তু পরিস্থিতি ও চাহিদার কথা মাথায় রেখে শর্তসাপেক্ষে মদের দোকান নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাজধানী দিল্লিতে সোমবার থেকে মদের দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। তবে মদের দোকান খোলা হলেও লকডাউনের সব শর্ত যাতে মেনে চলা হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে ব্যবসায়ীদের।

মহারাষ্ট্র ও দিল্লির পাশাপাশি কর্নাটক, আসাম ও গোয়া প্রাদেশিক সরকারও মদ বিক্রির অনুমতি দিয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close