প্রধান শিরোনামবিশ্বজুড়ে

করোনার ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকরঃ পুতিন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কয়েক দিনের মধ্যেই বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া। আগামী বুধবার করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন নথিভুক্ত হবে বলে জানিয়েছেন দেশটির সরকার।

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের পথে রুশ বিজ্ঞানীরা এরইমধ্যে পরীক্ষা-নিরীক্ষার সব ধাপ পার হয়ে এসেছেন। তারা প্রমাণ করেছেন এই ভ্যাকসিন নিরাপদ ও এটি কার্যকর।

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, আমাদের ওষুধটি এই মহামারির বিরুদ্ধে খুব কার্যকর এবং এটি শুধু রাশিয়ার জন্য আশা জাগায়নি বরং বিশ্বের জন্যই সুখবর নিয়ে এসেছে। এক সময় সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইটই মানবজাতিকে মহাশূন্যে নিয়ে গিয়েছিল। এবার রাশিয়ান এই ভ্যাকসিনটিও করোনামুক্ত বিশ্বের পথ দেখাবে।

রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছেন, আগামী ১২ আগস্ট সরকারিভাবে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেয়া হবে। আর আগে শেষ মুহূর্তে দেখে নেয়া হচ্ছে এই ভ্যাকসিন মানুষের শরীরে নিরাপদ কি না। সবার আগে স্বাস্থ্যকর্মী ও বয়ষ্কদের এই ভ্যাকসিন দেয়া হবে।

চলতি বছরেই সাড়ে চার কোটির ভ্যাকসিন তৈরির কাজ করবে রাশিয়া। তবে এই ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close