করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম
করোনার টিকা নিলেন ৭ লাখের বেশি মানুষ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশব্যাপী টিকাদান কর্মসূচির সপ্তম দিন শনিবার (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন। এ সংখ্য গতকালের চেয়ে কিছুটা কম।
শনিবার টিকাগ্রহণকারীদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৪৩ জন পুরুষ আর ৬৭ হাজার ৩২৮ জন নারী। এদের ৩১ জনের মধ্যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে।
এ পর্যন্ত দেশে টিকা গ্ৰহীতার সংখ্যা ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ১৩ হাজার ৬২১ জন। নারী ২ লাখ ২৩ হাজার ৫৯ জন। সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে ৩৯৪ জনের মধ্যে।
এর আগে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে দেশে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
/এন এইচ