বিশ্বজুড়ে
করোনার টিকা উন্নয়নে আরও বেশি তহবিলের যোগান দেবে জাপান
ঢাকা অর্থনীতি ডেস্ক: বিশ্ব জুড়ে মানুষের জন্য করোনাভাইরাসের টিকা সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ একটি আন্তর্জাতিক সংগঠনকে জাপান ৩০ কোটি ডলার দেবে।
টিকা সংক্রান্ত জোট গ্যাভি নতুন করোনাভাইরাস মোকাবেলায় টিকার উন্নয়ন ও অন্যান্য প্রচেষ্টার জন্য তহবিল সরবরাহ করায় আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানোর মুখে এই পদক্ষেপ নেয়া হয়।
জাপান সরকার এর আগে সংগঠনটিকে ১০ কোটি ডলার প্রদানের অঙ্গীকার করলেও অবদান আরও ২০ কোটি ডলার বাড়িয়ে নেয়ার সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করে।
বৃহস্পতিবার (০৪ জুন) অনুষ্ঠিত হতে যাওয়া জোটের বৈঠকে দেখানোর জন্য দেয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আবে শিনযো এই আর্থিক সহায়তার ঘোষণা দেয়ার পরিকল্পনা করছেন।
সরকার সম্ভবত আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এক বছর পিছিয়ে যাওয়া ২০২০ টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজন নিশ্চিত করে নিতে টিকার উন্নয়ন ও ব্যবহার সমর্থনের লক্ষ্য ধরে নিয়েছে।