খেলাধুলা

করোনার কারনে পেছালো আরো দুটি বিশ্বকাপ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহামারী করোনা ভাইরাসের কারণে ক্রীড়াক্ষেত্রে স্থগিত হওয়া বিশ্ব আসরের সংখ্যা কম নয়। এবার সেই তালিকায় যুক্ত হলো আরো দুটি ফুটবল বিশ্বকাপ। আগামী বছর বয়সভিত্তিক ফুটবলের জোড়া বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। ছেলেদের অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের দুটি আসরই ২০২১ এর বদলে ২০২৩ সালে হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ফিফা কাউন্সিল ব্যুরো এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। ২০২৩ সালে এই দুটি দেশেই বিশ্বকাপ দুটি অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের প্রকোপ না কমায় ছোটদের এই দুটি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোভিড-১৯ এখনো বড় চ্যালেঞ্জ। এখনো যেকোনো দেশে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। এটা পরিষ্কার যে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close