দেশজুড়েপ্রধান শিরোনাম
করোনার কারণে ভিয়েতনামে আটকে পড়া ১১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনার কারণে ভিয়েতনামে আটকে পড়া ১১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা।
মঙ্গলবার (১৮ আগস্ট) ১১৩ বাংলাদেশি বিকাল ৪টা ২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।
করোনার প্রাদুর্ভাবের কারণে গত প্রায় পাঁচ মাস ধরে বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে রয়েছেন। বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের সহযোগিতায় হ্যানয় থেকে আজ আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ভিয়েতনাম ছাড়াও কেরোনাকালীন সময়ে চেন্নাই, কলকাতা, দিল্লি, লাহোর, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই, মাস্কাট, দোহা ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
/এন এইচ