দেশজুড়ে
করোনার উপসর্গ মানিকগঞ্জে নিয়ে কিশোরীর মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১৮ বছর বয়সী এক কিশোরী মারা গেছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে হাসপাতালের তত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীর মৃত্যু হয়।
ডা. আরশাদ উল্লাহ বলেন, ঢাকার ধামরাই উপজেলার জালসা গ্রামের ওই কিশোরী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল শুক্রবার সকালে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন।
মৃত কিশোরী করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে গতকাল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউশনে পাঠানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তার মৃত্যু হয়। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ।