খেলাধুলা

করোনায় বদলে যাচ্ছে ক্রিকেটের অনেক নিয়ম-কানুন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বদলে যাচ্ছে ক্রিকেটের অনেক নিয়ম কানুন। সংক্রমণের আশঙ্কায় এরইমধ্যে বলে মুখের লালা কিংবা থুতু ব্যবহার নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিল।

থুতুর পরিবর্তে এখন থেকে ঘাম ব্যবহার করা যাবে।স্থানীয় সময় সোমবার আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বাতিল করে দেয়া হয়েছে বাহ্যিক কোনো বস্তু ব্যবহারের চিন্তা। তবে বাড়বে ডিআরএস পদ্ধতিতে প্রতি ইনিংসে একটি করে রিভিউ। এবং থাকবে না কোনো বাড়তি বদলি খেলোয়াড়ের ব্যবহার।

যে দেশে খেলা এই সময়টায় সে দেশের ম্যাচ অফিসিয়াল দিয়ে খেলা পরিচালনা করা হবে। ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনীল কুম্বলে জানিয়েছেন, এসব আইন আপাতত ব্যবহার করা হবে। ক্রিকেট কমিটির সুপারিশ যাবে আইসিসি পরিচালনা কমিটির কাছে। ২৮ মের ভার্চুয়াল বৈঠকে যা অনুমোদন পেতে পারে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close