দেশজুড়েপ্রধান শিরোনাম
করোনায় দেশে প্রথম চিকিৎসকের মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে দায়িত্বরত থাকা চিকিৎসক মইনউদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিলেট জেলার সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।
প্রেমানন্দ মন্ডল জানান, “তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তারা কেউ ফোন ধরছেন না। তবে আমরা নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি যে তিনি আজ সকালে মারা গেছেন।”
৬ই এপ্রিল ডাক্তার মইনউদ্দিনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করার কথা জানানো হয়।
এরপরদিন সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে তার পরদিনই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানোর সুপারিশ করা হয়।
৯ই এপ্রিল তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রায় ৬ দিন চিকিৎসাধীন থাকার পর আজ (১৫ই এপ্রিল) সকালে মারা যান তিনি।
বাংলাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে বেশ কয়েকজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন, তবে এই প্রথশ কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলো।
গত সপ্তাহে সিলেট থেকে ঐ চিকিৎসককে ঢাকায় নিয়ে আসার খবরে ব্যাপক আলোচনা তৈরি হয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়।