করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম
করোনামুক্ত হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার দ্বিতীয় সর্বোচ্চ করোনাভাইরাস সংক্রমিত উপজেলা আখাউড়া এখন করোনামুক্ত। জেলা বক্ষব্যধি হাসপাতালে ২৮ দিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়েছেন এ উপজেলার সর্বশেষ রোগী। শুক্রবার (৮ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়ার ইউএনও তাহমিনা আক্তার রেইনা।
তিনি জানান, এ মুহুর্তে আখাউড়াতে আর কোনো করোনা রোগী নেই। আক্রান্ত ১৫ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি ১৪ জন সুস্থ হয়েছেন। সর্বশেষ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শুক্রবার (৮ মে) সকালে।
ইউএনও জানান, করোনা রোগী না থাকলেও আখাউড়া এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত হয়নি। জেলায় করোনা আক্রান্তের তালিকায় আখাউড়া ছিল দ্বিতীয় স্থানে। এখনই পুরোপুরি সচেতন না হলে ফের সংক্রমণ বাড়তে পারে।
ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্তত ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে নবীনগরে সর্বোচ্চ ১৬ জন ও আখাউড়াতে আক্রান্ত হয়েছেন ১৫ জন। তবে আশুগঞ্জ ও কসবায় এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।
/এন এইচ