দেশজুড়ে

করোনাভাইরাস নিয়ে গুজব, আটক ৫

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আটকৃতরা বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিউজ পোর্টালের মাধ্যমে এই গুজব ছড়াচ্ছিলেন বলে জানায় পুলিশ।নভেল করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এমন গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে আটক করে হেফাজতে নিয়েছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) রাতে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। দৈনিক খবর, টুইটবাংলা ডটকম, অন্য আলো, শেখ রানা (ফেসবুক আইডি), এম এ হাসনাত জামিল (ফেসবুক আইডি) সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

জানানো হয়, বাংলাদেশে এখনো কারও করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। কিন্তু আটককৃতরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। এ ধরনের গুজব যারাই ছড়াবেন তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close