বিশ্বজুড়ে
করোনাভাইরাস আক্রান্তের শঙ্কায় পোষা প্রাণীর মুখেও মাস্ক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের কবলে পড়ে এরই মধ্যে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছে চীনে। এছাড়া ৬৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব।
ভাইরাস সংক্রমণের আতঙ্কে চীনের বাসিন্দারা নিজেরা মাস্ক পরার পাশাপাশি বাড়ির পোষা প্রাণীদেরও পরিয়ে দিচ্ছেন মাস্ক। তার পরেও করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন।
ব্রিটিশ এক দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে পোষা প্রাণীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। যদিও চীনের ন্যাশনাল হেলথ কমিশন সংক্রমণের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একমত নয়।
তাদের বক্তব্য, পোষা প্রাণীরা যদি করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসে, তা হলে তাদের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। তাই পোষা প্রাণীদেরও সাবধানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঘটনা যা-ই হোক, চীনের বাসিন্দারা এ ব্যাপারে কোনো ঝুঁকি নিতে রাজি নয়। আদরের পোষা প্রাণীদের সুরক্ষিত রাখতে তারা পোষ্যকেও পরাচ্ছেন মাস্ক।
/আরএম