বিনোদন

করোনাকালে মোনালিসা-তাহসানের ‘দেখা হবে’ তো!

বিনোদন প্রতিবেদকঃ করোনাভাইরাসের শুরু থেকে বাসায় পুরোপুরি লকডাউনে ছিলেন গায়ক ও অভিনেতা তাহসান খান। এর মধ্যেই গেল ঈদে বিদ্যা সিনহা মিমের সঙ্গে একটি কাজ করেছেন। এবার তিনি প্রবাসী অভিনেত্রী মোনালিসার সঙ্গে অভিনয়ের জন্য সোজা উড়ে গেলেন যুক্তরাষ্ট্রে।

জানা গেছে, নিউইয়র্কের একাধিক লোকেশনে ‘দেখা হবে’ শিরোনামের নাটকটিতে মোনালিসার সঙ্গে কাজ করতে তিনি সেখানে গিয়েছেন।

নাটকটির নাম ‘দেখা হবে’। মুনতাহা বৃত্তার রচনায় নাকটি ঈদে আর টিভিতে প্রচার হবে বলে জানালেন নির্মাতা। গত ১৭ জুলাই থেকে নিউয়র্কের ম্যানহাটান, লং আইল্যান্ড, কোনী আইল্যান্ড, ডাম্বো, কুইনস ভিলেজ এবং টাইমস স্কয়ারে ধারণ করা হয়েছে নাটকটির শুটিং। টানা তিনদিন শুটিং হয় নাটকটির।

নাটকটির গল্পে দেখানো হবে, সাবেক প্রেমিক করোনায় আক্রান্ত হলে সাহায্য করতে ছুটে যায় এক তরুণী। নাটকটি নিয়ে প্রত্যাশার গল্প শোনালেন মোনালিসাও। তার বিশ্বাস ঈদে দর্শকরা পছন্দ করবেন নাটকটি।

ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় ‘দেখা হবে’ প্রচার হবে আরটিভিতে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close