করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে

করোনাঃ সম্ভাব্য ২০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ২০০ কোটি ডোজ করোনার সম্ভাব্য ভ্যাকসিন তৈরির ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ধরনের ঘোষণা দেয়া হয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে গত মাসে জানানো হয়, তাদের ১০০ কোটি ডোজ তৈরির সক্ষমতা রয়েছে। তারা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে এ ভ্যাকসিন তৈরিতে কাজ করছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তারা দুটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে, যাতে তাদের উৎপাদনক্ষমতা দ্বিগুণ হবে। নতুন চুক্তির মধ্যে একটির পেছনে রয়েছেন বিল গেটস।

অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে তাদের তৈরি ভ্যাকসিনের অর্ধেক নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে সরবরাহ করার ব্যাপারে সম্মতি দেয়া হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার একটি চুক্তি হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে, যারা বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে পরিচিত। আরেকটি চুক্তি হয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের অর্থায়নে পরিচালিত দুটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close