করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
করোনাঃ বিশ্বে আরও ৬ হাজার মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৮ হাজার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ একদিনে আবারও ছয় হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজারের বেশি। ফলে বিশ্বজুড়ে কোভিড নাইনটিনে মোট মৃত্যু ১০ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে; আক্রান্ত ৩ কোটি সাড়ে ৪১ লাখ।
বুধবারও সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে ছিল ভারত। নতুনভাবে প্রায় ১২শ’ প্রাণহানি এবং ৮৭ হাজার সংক্রমণ রেকর্ড করেছে দেশটি। মোট মৃত্যু ৯৯ হাজার ছুঁইছুঁই; আক্রান্ত ৬৩ লাখের বেশি। মোট আক্রান্তের ৪১ শতাংশই সংক্রমিত হয়েছেন শুধু সেপ্টেম্বরে।
আরও সাড়ে ৯শ’ মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ৪৪ হাজারের মতো। আক্রান্ত ৪৮ লাখের বেশি।
যুক্তরাষ্ট্রেও নয় শতাধিক প্রাণহানির ফলে, মোট মৃত্যু দু’লাখ ১২ হাজারের মতো। আক্রান্ত সাড়ে ৭৪ লাখ। মেক্সিকোতে করোনায় প্রাণহানি ৭৮ হাজারের কাছাকাছি। এক সপ্তাহে ষষ্ঠ দিনের মতো ৪শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা।
/এন এইচ