করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
করোনাঃ বিশ্বে আরও ৬ হাজার মৃত্যু, শনাক্ত পৌনে ৩ লাখ
![](https://www.dhakaorthoniti.com/wp-content/uploads/2020/06/int-l-coronavirus-spain-sees-slight-hike-in-daily-toll-with-430-deaths-1587478547068-1587527608645.jpg)
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বে দশ লাখ ১১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৬ হাজারের মতো মানুষ। নতুনভাবে দু’লাখ ৮৩ হাজার সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৩ কোটি ৩৮ লাখের বেশি।
দিনের হিসাবে মৃত্যু আর সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনো ভারত। মঙ্গলবারও, মারা গেছেন ১১শ’র বেশি; মোট প্রাণহানি সাড়ে ৯৭ হাজার। দেশটিতে মোট সংক্রমিত ৬২ লাখের ওপর।
এদিন হাজারের মতো মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ১০ হাজারের বেশি।
এদিকে ব্রাজিলে সাড়ে ৮শ’ মৃত্যুতে এক লাখ ৪৩ হাজার ছাড়ালো মোট প্রাণহানি। নতুনভাবে লাতিন দেশ আর্জেন্টিনায় বেড়েছে মৃত্যু আর করোনার বিস্তার। একদিনে ৪ শতাধিক মানুষ মারা গেছেন কোভিডে; শনাক্ত সাড়ে ১৩ হাজার।
/এন এইচ