দেশজুড়েপ্রধান শিরোনাম
করোনায় মৃত্যু হওয়া ৩৫ জনের বিষয়ে যা জানানো হয়েছে
ঢাকা অর্থনীতি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭৮১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৪টি টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৪২৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭,৫৬৩ জন।
আজ বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
নতুন করে মারা যাওয়া ৩৫ জনের ২৯ জন পুরুষ ও ছয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, দুজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে ও একজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে।
এলাকা বিশ্লেষণে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ২, রাজশাহী বিভাগে ১জন, বরিশাল বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন।
এই ৩৫ জনের হাসপাতালে ২২ জন মারা যান, ১২ জন বাড়িতে মারা যান এবং একজনকে মৃত্যুর পর হাসপাতালে আনা হয়।