ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

কমল ডলারের দাম

ঢাকা অর্থনীতি ডেস্ক: দুই দফা ডলারের বিপরীতে টাকার দাম কমার পর এবার কমল ডলারের দাম। বুধবার (৮ জুন) ডলারের দাম ৫০ পয়সা কমিয়ে ৯১ দশমিক ৫০ পয়সা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার (৭ জুন) ডলারের দাম বাড়িয়ে ৯২ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক।

মূলত ডলারের দাম দেশের ব্যাংকগুলোর ওপর ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের চাহিদা বেশি থাকায় মুক্তবাজার পদ্ধতিতে গেল কয়েক মাস ধরে আন্তর্জাতিক মুদ্রাটির দাম বেড়েই চলেছে। গেল দুই দিনেও ডলারের বিপরীতে টাকার মান তিন দফা কমেছে। কিন্তু এবার উল্টো ডলারের দাম কমেছে।

বুধবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৯১ টাকা ৫০ পয়সায় ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। গতদিনেই ডলারের বিনিময়মূল্য ৯২ টাকা ছিল।

Related Articles

Leave a Reply

Close
Close