স্বাস্থ্য

কমছে ক্যান্সারের ওষুধের দাম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২০১৯-২০ সালের বাজেটে ক্যান্সারের ওষুধ তৈরির বেশ কিছু উপকরণসহ অন্যান্য ওষুধ তৈরির কয়েকটি কাঁচামালের ক্ষেত্রে রেয়াত দেয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাবনা তুলে ধরেন। এর ফলে ক্যান্সারসহ বিভিন্ন রোগে ব্যবহৃত ওষুধের দাম কমবে। পাশাপাশি মেডিকেল গ্যাস প্রস্তুতকারী শিল্পের কাঁচামাল-Liquid Oxygen, Nitrogen, Argon এবং Carbon Dioxide এর ওপর আরোপিত ২০ শতাংশ রেগুলার ডিউটি হ্রাস করে ১০শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে স্বল্প মূল্যে গরীব রোগীরা মেডিকেল গ্যাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

এছাড়া ওষুধ উৎপাদনে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে ক্যান্সার প্রতিরোধক উৎপাদনে ব্যবহৃত ৪৩টি উপকরণের দাম কমে যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close