দেশজুড়ে

কবর থেকে স্কুলশিক্ষকের মরদেহ উত্তোলনের নির্দেশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: শেরপুরে আদালতের নির্দেশে মেধাবী শিক্ষক আবু সাঈদের মর‌দেহ ময়নাতদন্ত ও ফরেনসিক টেস্টের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে তার মরদেহ উত্তোলন করা হয়। নিহত আবু সাঈদ শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামের নূর হোসেনের ছেলে।

নিহত সাঈদের পরিবারের অভিযোগ, গত ১১ জুন রাতে আবু সাঈদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাঈদের বন্ধু এই হত্যা মামলার আসামি আতিক মিয়া, জাকির, তরিকুল ইসলাম, ডাঃ সোয়েব, শারমীন সুলতানা ডেইজি। পরে তারা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় পরিকল্পতিভাবে তাকে হত্যা করে। পরে ওই হত্যাকাণ্ডকে তারা সুকৌশলে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়।

এদিকে গত ২৭ জুন বিজ্ঞ সি.আর আমলী আদালতে মামলা দায়ের করা হলে ২২ আগস্ট শেরপুর সদর থানায় মামলাটি এফ.আই.আর ভুক্ত করা হয়। মামলা দায়েরের পর আসামিরা বিভিন্নভাবে হুমকি ও মামলা তুলে নিতে চেষ্টা করে। এ ঘটনার পর আবু সাঈদের পরিবার মর‌দে‌হের ময়না তদন্ত করার দাবী জানালে আদালত তা মঞ্জুর করেন।

/আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close