দেশজুড়েপ্রধান শিরোনাম
কবরস্থানের জমি ভাগাভাগি নিয়ে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মাগুরার মহম্মদপুরে কবরস্থানের জমি ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের হামলায় মাসুদ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
সোমবার সন্ধ্যায় উপজেরার বিনোদপুর ইউপির পিয়াদা পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ভ্যানচালক মাসুদ শেখ ওই গ্রামের ইসমাইল শেখের ছেলে।
এএসপি আবির সিদ্দিকী শুভ্র জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পেয়াদাপাড়ার গ্রাম্য মাতবর নুরু মিয়া ও একই গ্রামের কালাম হোসেন মেম্বারের নেতৃত্বে দুই দল গ্রামবাসীর মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই গ্রামে কবরস্থানের জমি ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়।
ওই বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় কালাম মেম্বার সমর্থক নুরু মিায়ার সমর্থক মাসুদ শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এন এইচ