দেশজুড়ে

কন্যার জন্মের সাত মিনিট আগে মারা গেলেন মাওলানা নুরুদ্দিন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চারমাস আগে প্রবাসী বাংলাদেশি খতিব মাওলানা নুরউদ্দিনের (৪১) ক্যানসার ধরা পড়ে। এরপর দীর্ঘ চারমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। একই হাসপাতালে পাশাপাশি রুমে থেকেও সন্তানকে একনজর দেখার সৌভাগ্য হলো না বাবার। নিষ্পাপ মুখটি দেখার আগেই মরণব্যাধি ক্যানসারের কাছে পরাজয় বরণ করে না ফেরার দেশে চলে গেলেন।
মাওলানা নুরুদ্দিন বাংলাদেশের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান করে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন। বিশিষ্ট ইসলামিক স্কলার হিসেবে তিনি সমাদৃত। ইতালির বিভিন্ন মসজিদে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন।

তিনি সিলেট জেলার কৃতি সন্তান। ১৩ অক্টোবর রোববার মেস্ত্রে পুরান মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

/আরএইচ

Related Articles

Leave a Reply

Close
Close