প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
কঠোর লকডাউনের আগের দুইদিন ব্যাংক লেনদেনের সময় বাড়ল
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘কঠোর’ ও ‘সর্বাত্মক’ লকডাউন শুরুর আগে দুইদিনের জন্য ব্যাংক লেনদেনের সময় বাড়ানো হয়েছে। আড়াই ঘণ্টার পরিবর্তে আগামীকাল সোমবার ও মঙ্গলবার লেনদেন হবে তিন ঘণ্টা।
রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১২ এপ্রিল সোমবার ও ১৩ এপ্রিল মঙ্গলবার ব্যাংক লেনদেন চলবে ১০টা থেকে ১টা পর্যন্ত। আর ব্যাংকের দাফতরিক কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত।
এর আগে, করোনা মহামারির মধ্যে সরকার ঘোষিত ৫-১১ এপ্রিল এক সপ্তাহের লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চালু ছিল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। আর দাফতরিক কাজের জন্য ব্যাংক খোলা ছিল ২টা পর্যন্ত।
লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।
৪ এপ্রিল লকডাউনে ব্যাংক খোলা রাখার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে বলে নতুন সার্কুলারে উল্লেখ করা হয়।
/এন এইচ