প্রধান শিরোনামবিশ্বজুড়ে
কঙ্গো এয়ারপোর্টে নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশের নারী পুলিশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কঙ্গোর মোনাস্কো এয়ারপোর্টের পরিচালনার দায়িত্বে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন। আর মিশন এই কাজে আস্থা রেখেছে শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশি নারী সদস্যের ওপর।
শান্তিরক্ষী বাহিনীর এই চৌকস কর্মীরা মূলতঃ বাংলাদেশ পুলিশের (বিএএনএফপিইউ ১) (রোটেশন ১৪) সদস্য। বিশেষ দায়িত্ব দিয়ে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
জাতিসংঘ পরিচালিত বিমানবন্দরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আর বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন সেখানে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা এসব তথ্য জানিয়েছেন।
রোটেশনের কমান্ডার মারিনা আখতার বলেন, “কেবল দেশের মাটিতেই নয়, জাতিসংঘের হয়ে আমরা বিদেশেও আমরা সম্মান ও গর্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি।”
“কঙ্গো এয়ারপোর্টের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রেও সাফল্যের ব্যাপারে আমরা আশাবাদী। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী কঙ্গোতে শান্তি ফিরিয়ে আনতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।”
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের নারী পাইলটদের একটি ইউনিট (এফপিইউ) জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নিতে কঙ্গোর উদ্দেশে ঢাকা ছাড়ে।
/আরএম